কুয়েতে কর্মরত ফিলিপাইনের নাগরিকদের দেশে ফেরার আহবান দুতের্তের

0
290

কুয়েতে কর্মরত ফিলিপাইনের সকল নাগরিককে দেশে ফিরে আসার আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। কুয়েতে বর্তমানে ২ লাখ ৬০ হাজার ফিলিপাইনের নাগরিক কর্মরত রয়েছেন। এদের বেশিরভাগই কুয়েতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।

ফিলিপাইনের গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিপাইনের গণমাধ্যম জানিয়েছে, কুয়েতে কর্মরত নাগরিকদের উদ্দেশে ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে বলেছেন, আমি দেশপ্রেমের অনুভুতির বিষয়টি আমলে নিয়ে আপনাদের স্বদেশে ফিরে আসার আহবান জানাচ্ছি। যাই হোক, ফিলিপাইনে এখন অনেক কাজ রয়েছে।

তিনি বলেন, কুয়েতে কর্মরত শ্রমিকদের জন্য আমি ফিলিপাইনে অর্থ যোগানের চেষ্টা করছি এবং আমি তা করব।

প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে কুয়েতে কর্মরত শ্রমিকদের উদ্দেশে সিঙ্গাপুরে কর্মরত ফিলিপাইনের ৬০০০ কর্মীর প্রসঙ্গটি তুলে ধরেন।

প্রসঙ্গত, সম্প্রতি কুয়েত দুতাবাসে ফিলিপাইনের নারী শ্রমিকদের নিগৃহিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ওই আহবান জানান।

সূত্র: খালিজ টাইমস