Home আজকের গরম খবর কানাডা এখনো অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য !

কানাডা এখনো অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য !

0
কানাডা এখনো অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য !
কানাডা এখনো অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য !
ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় সব দেশেই অভিবাসন কঠিন হয়ে গেলেও কানাডার দ্বার এখনো খোলা, এখনো কানাডা অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য। বর্তমানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডায় ইমিগ্র্যান্ট হয়ে আসেন প্রায় তিন লাখ। অথচ কানাডার অর্থনীতিকে সচল রাখতে প্রতি বছর ইমিগ্র্যান্ট দরকার চার লাখ ১৩ হাজার।
সম্প্রতি এই তথ্য জানালেন, বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) আয়োজিত এক ওয়ার্কশপে এই তথ্যের কথা জানান প্রবন্ধ উপস্থাপনকারী ও ইমিগ্রেশন কনসালট্যান্ট মাহমুদা নাসরীন।
বর্তমানে কানাডায় বিভিন্নভাবে ইমিগ্র্যান্ট হয়ে আসা যায়। এর মধ্যে রয়েছে এক্সপ্রেস এন্ট্রি, ফ্যামিলি স্পন্সরশীপ, রিফিউজি, প্রভিন্সিয়াল নমিনি ও ইনভেস্টর (কুইবেক) ক্যাটাগরি। এছাড়া কেয়ারগিভার, স্টুডেন্ট হয়েও কানাডায় আসার সুযোগ রয়েছে। তবে আসতে হলে এসব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। সবচেয়ে বেশি দরকার ইংরেজি ভাষাগত দক্ষতা। কানাডায় ইমিগ্রেশনের নিয়মকানুন ও এ সম্পর্কিত যে কোন তথ্য পাওয়া যাবে সরকারি এই ওয়েবসাইটেhttp://www.cic.gc.ca/english/immigrate/index.asp। তবে দালাল বা আদম ব্যবসায়ীদের খপ্পরে না পড়ে নিজে নিজেই অনলাইনে আবেদন করে কানাডায় ইমিগ্রেন্ট হওয়া যায়। তার প্রমাণ রয়েছে প্রচুর!
অপর দিকে, ইয়াহু ফাইনান্স কানাডার বরাদ্দ দিয়ে প্রবাসী কণ্ঠ জানায়, উন্নততর জীবনের সন্ধানী সারা বিশ্বের অভিবাসীদের কাছে কানাডা বাতিঘর হিসেবে বিবেচিত হলেও দেশটি ক্রমশ সম্পদশালীদেরও গন্তব্য হয়ে উঠছে। নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ’-এর রিপোর্ট অনুযায়ী, গত বছর প্রায় আট হাজার কোটিপতি ব্যক্তি অভিবাসী হিসেবে কানাডায় এসেছেন।