কাগজের ইউরো নোট থেকে করোনা ছড়ানোর তেমন কোন ঝুঁকি নেই

0
1021
ইউরো নোট থেকে করোনা
ইউরো নোট থেকে করোনা

কাগজের ইউরো নোট থেকে করোনা ছড়ানোর তেমন কোন ঝুঁকি নেই বলে জানিয়েছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। ল্যাবের টেস্টে দেখা গেছে ইউরো নোটের চেয়ে অন্যান্য সার্ফেসে করোনা বেশি সময় সারভাইব করে।

নগদ লেনদেনে ইউরো নোট সাধারণত ইউরোজনের ১৯টি দেশে প্রধান ব্যবহৃত মুদ্রা তবে করোনা পরিস্থিতিতে সকল ব্যাবসা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের কন্টাকলেস পেমেন্টে বিল পরিশোধে উদভুদ্ধ করে আসছে। এই সময় কালে কন্টাকলেস পেমেন্টের ব্যবহার ও বেড়েছে বহুগুন।

একটি ব্লগ পোস্টে, ইসিবি এক্সিকিউটিভ বোর্ডের সদস্য ফ্যাবিও প্যানিটা বলেছেন যে ইউরোপীয় ল্যাবগুলির পরীক্ষাগুলিতে দেখা গেছে যে প্রথম কয়েক ঘন্টার মধ্যে ইউরো নোটের চেয়ে দরজার হাতলের মতো স্টেইনলেস স্টিলের পৃষ্ঠে করোনাভাইরাসগুলির বেঁচে থাকার হার অনেক বেশী।

প্যানিটা আরো বলেন , আরো অন্যান্য বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া গেছে যে প্লাস্টিকের মতো মসৃণ পৃষ্ঠের চেয়ে তুলোর নোটের মতো ছিদ্রযুক্ত পৃষ্ঠ থেকে ভাইরাস ছড়ানোও বেশ কঠিন”।

সূত্র: দি লোকাল