করোনা পরিস্থিতিও প্রিয়জনের ভালবাসা থেকে দূরে বেধে রাখতে পারেনি ভালোবাসার মানুস গুলোকে ।
হাসপাতাল ও বৃদ্ধাশ্রম গুলোর বাহিরে দেখতে আসে পরিবার পরিজনেরা তবে নিরাপদ দুরুত্ত বজায় রেখেই দেখা করে সবাই ।
উপহার রেখে যায় ফটকের বাহিরে । অন্যদিকে এটা একটি ধর্মীয় ছুটি বিদায় প্রার্থনা করা হয় উপাসনালয়ে তবে ভিন্ন ভাবে ! সোশাল মিডিয়া অথবা বিভিন্ন মাধ্যমে লাইভ স্রিমিং করে প্রার্থনা সম্পন্ন করা হয় ।