সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। তাই আজকের পর্বে আমরা জার্মান ভাষায় ঘড়ির সময়ের সাথে পরিচিত হব। প্রতি ঘণ্টার উচ্চারন ঠিক জার্মান সংখ্যার মত উচ্চারন হবে। যেমন বেলা ১টা হবে আইন উহওর বা (Ein Uhr)। ভোর ১২টা মানে নুল উহর (Null Uhr)। ভোর ১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাভাবিক ভাবে একক সংখ্যা হিসেবে প্রতি ঘণ্টার গননা হবে যেমনঃ Ein Uhr, Zwei Uhr….. Zwölf Uhr । বেলা ১টা মানে দ্রাইছেন উহওর বা (Dreizehn Uhr) এর পর থেকে ২৪ ঘণ্টা টাইম ফরম্যাট অনুযায়ী ঘণ্টা গননা হবে যেমনঃ দুপুর ২টা মানে ফিয়ারছেন উহওর বা Vierzehn Uhr। এইভাবে Fünfzehn Uhr……..Dreiundzwanzig Uhr বা রাত ১১টা ।
তবে বরাবর প্রতি ঘণ্টার উচ্চারন বা বলা খুব একটা ঝামেলা ণা হলেও পণে বা Quarter, শোয়া বা Quarter Past এবং সাড়ে বা Half Past এইসব টার্মগুলর উচ্চারন বা বলা একটু কঠিন। তবে ঠিক মত বুঝে এবং খেয়াল করে চর্চা করলে একদম সহজ হয়ে যাবে। নিচের ছবিগুলোতে উধাহরন দেয়া হোল।
আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে কাজে লাগাবেন।