ঈদের আগে দেশে ফিরছেন না খালেদা জিয়া
ঈদের আগে দেশে ফিরছেন না খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন প্রায় দুই সপ্তাহ ধরে। এখনো তার চিকিত্সা শুরু হয়নি। শহরতলীর কিংস্টনের বাসায় পুত্র তারেক রহমান, দুই পুত্রবধূ আর নাতনিদের সান্নিধ্যে পূর্ণ বিশ্রামে সময় কাটছে তার। ইতিমধ্যে তিনি চিকিত্সার প্রয়োজনে কয়েকবার মন্টিফিউরি হাসপাতালে গেছেন। কোরবানী ঈদের আগে তার চিকিত্সা শেষ হচ্ছে না।

ঢাকা থেকে যেসব নেতা লন্ডনে আছেন তাদের একজন জানান,কোন নেতা এখনো বেগম জিয়ার সাক্ষাত পাননি। নতুন করে কয়েকজন গেছেন সেখানে। তারাও সাক্ষাত লাভের চেস্টা করছেন। এমনকি যুক্তরাজ্য বিএনপির নেতারা চেয়ারপারসনের সঙ্গে মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করলেও অনুমতি মেলেনি। লন্ডনে দলের একটি সুত্র জানান, সেখানে আসন্ন ঈদুল আজহার দিন নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। তারপর দেশে ফিরবেন। এপ্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া চোখ ও পায়ের চিকিত্সা শেষে দেশে ফিরবেন। ওই সময় তিন নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন।

এদিকে লন্ডন থেকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠানের চেষ্টা চলছে। ভারতের ক্ষমতাসীন বিজেপির লন্ডনস্থ একজন প্রভাবশালী নেতা এই বৈঠকের মধ্যস্থতা করছেন। দলের লবিস্টরা এই বৈঠকের জন্য ক্যানারিওয়ার্ফের একটি সাত তারকা হোটেলকে ভেন্যু হিসাবে ঠিক করেছেন বলে সুত্রটি জানায়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দলের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান,ভারতীয় একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাত করতে পারেন- এমন কথা শুনেছি। এধরনের বৈঠক হলে সেখানে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকারের সহায়তা চাওয়া হবে।

লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় চেয়ারপারসন তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। চিকিত্সা সংক্রান্ত কাজ ছাড়া  অন্যকোন কাজে তিনি এ পর্যন্ত বাসা থেকে বের হননি।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই চিকিত্সার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।