মাটেও সালভিনি
মাটেও সালভিনি

মার্চের প্রথম সপ্তাহে ইটালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ কিন্তু এখনও সরকার গঠন সম্ভব হয়নি৷ তবে সম্প্রতি ডানপন্থি ও পপুলিস্ট ঐ দুই দল মিলে সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে৷ তারা অল্প পরিচিত আইনের অধ্যাপক জুসেপে কন্টে’কে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম এসেছে মাটেও সালভিনির৷ তিনি ইটালি থেকে পাঁচ লক্ষ অবৈধ অভিবাসী তাড়িয়ে দেয়ার প্রস্তাব করেছেন৷ শরণার্থীদের বেশিরভাগই অপরাধী বলে মন্তব্য করেন তিনি৷

দুই দলের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্যে আরও আছে দারিদ্রসীমার নীচে বসবাসকারী ইটালির নাগরিকদের মাসে কমপক্ষে ৭৮০ ইউরো করে দেয়া, রাশিয়ার সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা বাড়ানো ইত্যাদি৷