যেকোন ভাষা শিখতে গেলে আমাদের আগে জানতে হয় সেই ভাষার বর্নমালা সম্পর্কে। তাই আজকে আমরা জানবো এবং শিখতে চেষ্টা করবো জার্মান বর্নমালা।
ইংরেজির মতো জার্মান বর্ণমালাও ২৬ টি। জার্মান বর্নমালা এর সাথে বাহ্যিক কোন পার্থক্য নেই। কিন্তু উচ্চারণগত পার্থক্য রয়েছে। জার্মান ২৬ টি বর্নমালার পাশাপাশি আরো ৪টি বর্ন রয়েছে কিন্তু এগুলিকে বর্নমালার হিসেবে গণনা করা হয় না। এগুলি ল্যাটিন বর্ন থেকে জার্মান ভাষায় এসেছে। এগুলির উচ্চারণও ল্যাটিন থেকে ভিন্ন।
জার্মান বড় হাতের বর্নমালা গুলি হল
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
জার্মান ছোট হাতের বর্নমালা গুলি হল
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
জার্মান বর্ণমালা এর উচ্চারণের অডিও শুনতে ক্লিক করুন।
জার্মান বর্ণমালার অতিরিক্ত ৪ টি বর্ণ হল Ä Ö Ü ß ( ä ö ü ß )
এই ধরনের বর্ণকে জার্মান ভাষায় উম্লাউট (Umlaut) বলে। অর্থাৎ Ä এই বর্ণকে A umlaut বলা হয়।
কিন্তু এদের উচ্চারন কিছুটা ভিন্ন। যেমন Ä এর উচ্চারন হবে Ae এর মতো, Ö এর উচ্চারন Oe Ü এর উচ্চারন Ue এবং ß এর উচ্চারন Ss ।
Umlaut উচ্চারণের জন্য এই ভিডিও এর সাহায্য নিতে পারেন।
আশা করি জার্মান বর্নমালা উচ্চারনের পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন।
জার্মান ভাষা এবং জার্মানী নিয়ে কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমাদের অফিসিয়াল ফেইচবুক পেইজে 🙂