জার্মানির ৭৫% লোক প্রতিদিন সাইকেল ব্যবহার করে

আপনি কি জানেন বিএম ডাব্লিউ মারসিদিস এর মত বিলাস বহুল বাহন তৈরি কারক জার্মানির লোকজনের কাছে সাইকেল হচ্ছে বহুল ব্যবহৃত বাহন । শুধু তাই এখানেই থেমে নেই প্রায় ৭৫% শতাংশ লোক প্রতিদিন যাতায়াতের জন্যে সাইকেল ব্যবহার করে ।

জার্মানের প্রায় সব গুলো শহরেরই সাইকেলের জন্যে আলাদা লেন আছে । সেই লেন দিয়ে শুধু সাইকেলই চলে । এমনকি সেই লেন দিয়ে মানুষের হাটাও প্রায় নিষিদ্ধ । আর আমরা সবাই এটা জানি যে সাইকেল শুধু পরিবেশ বান্ধবই না , আমাদের সাস্থের জন্যেও অনেক উপকারী।

আমরা প্রতিদিন সোশাল মিডিয়ার এই যুগে পশ্চিমাদের কাছ থেকে কত কিছুইনা শিখছি …আসুন এই ভালো কাজটা আজ থেকেই অনুকরন করি ।

 

আমাদের লেখার নথি