আজ শিল্পকলা পদক প্রদান করবেন রাষ্ট্রপতি
আজ শিল্পকলা পদক প্রদান করবেন রাষ্ট্রপতি

দেশের শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাত গুণীজনকে শিল্পকলা পদক প্রদান করা হবে আজ বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পদকপ্রাপ্তদের ১ লাখ টাকার চেক, স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হবে।

যন্ত্রসংগীত, নৃত্যকলা, ফটোগ্রাফি, চারুকলা, লোকসংস্কৃতি, নাট্যকলা ও সংগীতশিল্পে অবদানের জন্য সাতজন গুণী শিল্পীকে এ পদক দিয়ে সম্মানিত করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত থাকবেন।