আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ

0
392

মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ৩০ আগস্ট ফজর থেকে শুরু হয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত হজের যাবতীয় কার্যক্রম চলবে। সে অনুযায়ী সৌদি আরবে ১ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

চলতি বছর ২৫ লাখ মুসল্লি হজ পালন করবে বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।

হজে আসা মুসল্লিরা ৮ জিলহজ বা ৩০ আগস্ট মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন। সেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পর ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে হজ।