অ্যাপলের চাকরি ছেড়ে দিচ্ছেন আইফোন নকশাকার জনি আইভ

0
1128
আইফোন নকশাকার জনি আইভ

আইফোন নির্মাণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের চাকরি ছেড়ে দিচ্ছেন মোবাইল ফোনটির নকশাকার স্যার জনি আইভ।

গত দু’দশকের বেশি সময় ধরে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করতে কাজ করেছেন এই ব্রিটিশ নাগরিক। আইম্যাক, আইপড ও আইফোনের এ ডিজাইনার চলতি বছরের শেষের দিকেই অ্যাপল ছাড়বেন। এরপর নিজেই একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন বলে জানিয়েছেন তিনি। খবর এএফপির।

শুক্রবার এক সাক্ষাৎকারে অ্যাপল থেকে নিজের বিদায়ের খবর দেন জন আইভ। তিনি বলেন, ‘ত্রিশ বছর ও অসংখ্য প্রজেক্ট নিয়ে কাজ করার পর একটি চমৎকার ডিজাইনের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’