অ্যানড্রয়েড ওরিও উন্মুক্ত করেছে গুগল
অ্যানড্রয়েড ওরিও উন্মুক্ত করেছে গুগল

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ অ্যানড্রয়েড ওরিও উন্মুক্ত করেছে গুগল। নুগাট, মার্শমেলো, ললিপপ, কিটক্যাট ও জেলিবিন  সংস্করণগুলোর মতোই নতুন এ সংস্করণটির নামকরণ করা হয়েছে মজাদার ‘ওরিও’ চকোলেট বিস্কিটের নামে। মে মাসে গুগল আইও সম্মেলনে সংস্করণটি উন্মোচনের ঘোষণা দিলেও সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে গুগল। জানা গেছে, নতুন এ সংস্করণটি ডিভাইসের ব্যাটারির ক্ষমতা প্রায় দ্বিগুণ করবে। ‘পিকচার ইন পিকচার মোড’ ও নতুন ইমোজি ব্যবহারের পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার ব্যবহারের সুযোগ দেবে। ‘পিকচার ইন পিকচার মোড’ ফিচারটি কাজে লাগিয়ে স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় স্ক্রিনের এক কোনায় দেখা যাবে ইউটিউবে ভিডিও। ফলে কাজের পাশাপাশি বিনোদনও পাওয়া যাবে। শিগগিরই গুগলের তৈরি পিক্সেল ফোনসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহারের সুযোগ মিলবে। বছরের শেষ নাগাদ নতুন সংস্করণযুক্ত ডিভাইস বাজারে আনবে স্যামসাং, হুয়াওয়ে, সনিসহ অন্যান্য প্রতিষ্ঠান।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ডেইলি মেইল