এবারের অস্কার প্রতিযোগিতায় ভিএফএক্সের জন্য সেরা ২০টি ছবির নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজার কাজ করা ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম ২’।
তালিকায় আরো আছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘জুমানজি : ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘লোগান’ ও ‘স্পাইডারম্যান হোমকামিং’-এর মতো ছবিও। রেজা বলেন, ‘গত বছর এই সময় অস্কার পুরস্কারের ভিএফএক্স ক্যাটাগরির প্রথম তালিকায় যে ২০টি ছবির নাম আসে, সেখান থেকে তিনটি ছবিই ছিল আমার কাজ করা। দ্বিতীয় তালিকায় যখন ১০টি ছবির নাম আসে, সেখানেও দুটি ছবিতে কাজ করেছিলাম। শেষ পর্যন্ত সেরা ৫ ছবির একটির তালিকায় ছিলাম আমি। এবার বাজির দর একটু উঁচুতে। প্রথম ২০টির তালিকায় মাত্র একটিতে কাজ করেছি। অবশ্য সেটাও খারাপ না। নাই মামার চেয়ে কানা মামা তো ভালো। এখন দেখা যাক শেষটা কী হয়!’