জার্মানিতে অসুস্থ হলে কী করবেন? ‘হাউস আর্টজ’ (Hausarzt) এবং অ্যাপয়েন্টমেন্ট গাইড

0
13
Sign on a German medical practice door reading "Hausarzt" (General Practitioner) with a stethoscope.

জার্মানিতে হুট করে জ্বর বা ঠান্ডা লাগলে সরাসরি হাসপাতালে যাওয়া যায় না। আপনাকে যেতে হবে ‘Hausarzt’ বা ফ্যামিলি ডক্টরের কাছে।

নতুন আসার পর এই সিস্টেম না জানার কারণে অনেকেই ভোগান্তিতে পড়েন।

১. হাউস আর্টজ (Hausarzt) খুঁজে বের করা আপনার এলাকার কাছাকাছি একজন সাধারণ ডাক্তার (GP) খুঁজে বের করুন। গুগলে ‘Hausarzt near me’ লিখলেই তালিকা পাবেন। সুস্থ থাকা অবস্থাতেই সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে রাখা বুদ্ধিমানের কাজ।

২. অ্যাপয়েন্টমেন্ট বা ‘Termin’ জার্মানিতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ডাক্তার দেখানো কঠিন। ফোন করে বা ‘Doctolib’ অ্যাপের মাধ্যমে আগে টার্মিন নিন। তবে খুব জরুরি হলে সকালে চেম্বার খোলার সাথে সাথে (Akutsprechstunde) গেলে ডাক্তার দেখানোর সুযোগ থাকে।

৩. ইন্স্যুরেন্স কার্ড ডাক্তারের কাছে যাওয়ার সময় অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্স কার্ড সাথে রাখবেন। এটি ছাড়া ডাক্তার আপনাকে দেখবেন না।

টিপস: জার্মানির ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক পাওয়া যায় না। তাই দেশ থেকে প্রাথমিক কিছু ঔষধ সাথে রাখা ভালো।