নিত্য প্রয়োজনীয় কিছু জার্মান বাক্য ( পর্ব ১ )

0
1962
নিত্য প্রয়োজনীয় কিছু জার্মান বাক্য ( পর্ব ১ )
নিত্য প্রয়োজনীয় কিছু জার্মান বাক্য ( পর্ব ১ )

নতুন ভাষা শিক্ষা কঠিন হলেও অনেক মজারও বটে। আর আপনারা যেহেতু আমাদের জামান বাংলা পোর্টাল ভিসিট করছেন তার মানে হচ্ছে জার্মানী সম্পর্কে জানার আগ্রহ আছে আপনার। তাই আমরা ঠিক করেছি জার্মান দেশের সাথে সাথে জার্মান ভাষারো একটা ধারণা আপনাদের দেয়া যায় কিনা। আজ আমরা শিখবো কিছু প্রয়োজনীয় জার্মান থেকে বাংলা বাক্য।

Sprechen Sie Deutsch?= আপনি কি জার্মান বলতে পারেন?

Nein, ich spreche nicht Deutsch.= না, আমি জার্মান বলতে পারি না।

Ich spreche nicht gut Deutsch.= আমি খুব ভাল জার্মান বলতে পারি না।

schlecht = খারাপ/ দুর্বল।

sehr schlecht= খুব খারাপ/ দুর্বল।

Ich spreche sehr schlecht.= আমি খুব দুর্বল কথা বলতে।

Ein paar Wörter.= অল্প কিছু শব্দ।

Nur ein paar Wörter.= শুধু অল্প কিছু শব্দ।
Verstehen Sie?= আপনি কি বুঝেছেন?

Nein, ich verstehe nicht.= না, আমি বুঝিনি।

Ich verstehe Deutsch nicht sehr gut.=আমি খুব ভাল জার্মান বুঝি না।

Ja, ich verstehe.= হ্যাঁ, আমি বুঝেছি।

Ja, ich verstehe ein wenig.= হ্যাঁ আমি অল্প বুঝি।

উচ্চারন শুনতে ঃ https://translate.google.com/

আমাদের এই পর্ব ভিত্তিক পোস্ট আশা করি যারা জার্মানিতে নতুন এসেছেন অথবা সামনে আসার চিন্তা করছেন তাদের সবারই কাজে লাগবে। আর জার্মানি এবং জার্মান সম্পর্কে জানতে আমাদের অফিসিয়াল ফেইছবুকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

জার্মান ভাষায় কিভাবে নাম, ঠিকানা এবং বয়স সম্পর্কে জানতে চাবেন ( পর্ব ২ ) পড়তে ক্লিক করুন ।