জার্মানিতে করোনা ভাইরাস জনিত কারণে নতুন সামাজিক দূরত্ব নিয়মাবলী কি কি ?

0
791
Coronavirus Social Distance in Germany in (Bangla)
জার্মানিতে নতুন সামাজিক দূরত্ব নিয়মাবলী কি কি

জার্মানিতে নতুন সামাজিক দূরত্ব নিয়মাবলী কি কি

  • দুই জনেরও বেশি লোকের জনসমাবেশ নিষিদ্ধ তবে পরিবার এবং যারা একসাথে বসবাস করছেন তাদের বেতিত।
  • যথাসম্ভব একে অন্যের সাথে সরাসরি যোগাযোগ বন্ধ করতে হবে।
  •  পাবলিক প্লেসে 1.5- 2 মিটার (4.9 ফুট) দূরত্বটি সর্বদা রাখার নির্দেশ।
  • স্বাভাবিক রেস্তোরেন্টে বসে খাওয়া বন্ধ তবে হোম ডেলিভারি সার্ভিস এবং এসে নিয়ে যাবার সার্ভিস উন্মুক্ত থাকবে।
  • হেয়ার-ড্র্রেসার, প্রসাধনী, ম্যাসাজ এবং ট্যাটু স্টুডিওগুলির মতো পরিষেবা সরবরাহকারীদের যেখানে লোকজনের মধ্যে 2-মিটার দূরত্ব সম্ভব নয় তাই এই ধরনের সকল ব্যবসা বন্ধ থাকবে ।
  • চিকিৎসার সাথে জড়িত সকল ধরনের প্রতিষ্ঠান খোলা থাকতে পারবে।
  • পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলি নতুন বিধিগুলির যে কোনও লঙ্ঘন কার্যকর করবে – তবে নতুন পদক্ষেপগুলি মেনে না চলা শাস্তি যোগ্য অপরাধ ।
  • কর্মক্ষেত্রে কর্মীদের জন্য বা দর্শনার্থীদের জন্য স্বাস্থ্যবিধি অবশ্যই প্রয়োগ করতে হবে।

প্রাথমিকভাবে পরবর্তী দুই সপ্তাহের জন্য ব্যবস্থাগুলি কার্যকর থাকবে।

চলবে …… (২৪শে মার্চ ২০২০)

( এই লেখাটি সময়ের সাথে সাথে উপডেট করা হবে )

***আমাদের এই লেখাটি মুল তথ্য জার্মান অথোরিটি সংবাদ মাধ্যম গুলো থেকে সংগৃহীত এবং বাংলা ভাষায় অনুবাদিত। ভুল কিন্তু আপনাদের চোখে যদি পরে দয়া করে কমেন্ট করুন অথবা ইমেল করুন : [email protected]