সেই ২০১১ তে এক আড্ডাতে বসে ডোমেইন কেনা। অনেক কল্পনা জল্পনার পরেও কাজ শেষতো অনেক দুরের কথা শুরুই করা হয়নি। খোলা হয়েছিল ফেসবুক পেজও। একেক জনের একেক মত অনলাইন মিডিয়া নোংরা , ভণ্ডামি, অশালীনতার আখড়া ।
কিন্তু আমরা কয়েকজন হার মানতে নারাজ । নোংরা ময়লাতো নিজেদেরকেই পরিস্কার করতে হয় তাইনা, আর কাউকে না কেউকে তো ময়লায় হাত দিতেই হয়। তাই দীর্ঘ ৪ বছর পর সেই একি ডোমেইন অ্যান্ড ফেইসবুক পেইজ এবং সেই একি আমরা শুরু করলাম এই জার্মান বাংলা(GermanBanglanews) পোর্টালের কাজ । কাজ শেষ হয়েছে বললে ভুল হবে, বলা যায় নিয়মিত কাজ করা শুরু করেছি আমরা।

Untitled-1

আমরা গতানুগতিক কোন অনলাইন নিউজ পেপার অথবা পোর্টাল নই। এটা আপনার আমার সকলের , তারমানে হচ্ছে আপনারাই হচ্ছেন এটার সম্পাদক এবং রিপোরটার । আপনি চাইলেই আপনার সুত্র থেকে পাওয়া খবর দিতে পারেন এই পোর্টালে। চারপাশের ভুলে জর্জরিত খবর গুলো ঠিক করে দিতে পারেন আপনি নিজেই । অনলাইন মিডিয়ার নতুন ধারা আপনি ,আমি , আমরাই নিয়ে আসতে পারি । আমরা বলছি না সব অনলাইন নিউজ সাইট অথবা পোর্টাল খারাপ , আমাদের প্রতিবাদ তাদের জন্য না যারা এখনও সত্য খবর প্রকাশে সব সময় বধ্য পরিকর । আমরা নতুন আমাদের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি আমি মিলে সুদরে নিব নিজেদের। তাই বাংলা ভাষা এবং ভাষা শহীদদের উপর শ্রদ্ধা রেখে অমর ২১শে তে শুরু করলাম আমাদের পথচলা । আশা করব আমাদের পাশে থাকবেন সবসময় ।