ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের সুযোগ-সুবিধা কমিয়ে দেয়ার প্রতিবাদে কারাগারে না খেয়ে আছেন ৫০ ফিলিস্তিনি।

বন্দিদের ও তাদের পরিবারদের দেয়া সুবিধা অব্যাহত রাখার দাবিতে বৃহস্পতিবার থেকে অনশন করছেন ওই ৫০ বন্দি।

মনসুর শামস নামের সাবেক এক বন্দি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ইতিপূর্বে সেখানে অন্য বন্দিরাও একই ধরনের অনশন করেছিল বলে জানান মনসুর।

গত ৪৬ দিনে রামাল্লা থেকে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করা হয়। যারা কারাগারে এই আন্দোলন করছেন।

মনসুর জানান, সুযোগ-সুবিধা কমানোর বিষয়টি নিয়ে গত সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন।