একটু চমকে ওঠাটাই স্বাভাবিক। ভাবছেন, এই সেদিন (১৪ মার্চ) এই অভিনেতার ৫৩তম জন্মদিন পালন করা হলো আর সংবাদ শিরোনামে বলা হচ্ছে ৩০। না, এটা আসলে তাঁর বায়োলজিক্যাল এইজ নয়, এটা তাঁর স্ক্রিন এইজ। অর্থাৎ অভিনেতা হিসেবে ৩০ বছর পূরণ করলেন তিনি আজ, ২৯ এপ্রিল।
আজ থেকে ৩০ বছর আগে এই দিনে তাঁর প্রথম ছবি মুক্তি পায়। মনসুর খানের পরিচালনায় ছবিটির নাম ছিল ‘কেয়ামত সে কেয়ামত তাক’। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন জুহি চাওলা।
এই ছবিটির অসাধারণ সাফল্যের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি আমির খানকে। তিনি পরিণত হন হার্টথ্রবে। এর পর শুধু এগিয়ে চলার গল্প।
আজ তিন দশক বা ৩০ বছর পর আমির খান একজন মানুষ নন, একটি প্রতিষ্ঠান।
সূত্র : ডিএনএ