২৭শে ডিসেম্বর থেকে করোনভাইরাসের টিকা দেয়া শুরু করবে জার্মানী

0
833
২৭শে ডিসেম্বর থেকে করোনভাইরাসের টিকা দেয়া শুরু করবে জার্মানী I German bangla News

জার্মানীর স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বুধবার ঘোষণা করেছেন, সর্বপ্রথম জার্মানির বৃদ্ধাশ্রম গুলো থেকে ২৭শে ডিসেম্বর করোন ভাইরাস টিকা শুরু করা হবে ।

আশা করা হচ্ছে জার্মানীর সাথে অন্নান্য ইউরোপীয় দেশ গুলোও একই সময়ে করোন ভাইরাস টিকা দেয়া শুরু করবে।

আজ বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল বায়োটেকের প্রতিষ্ঠাতা উগুর সাহিন এবং ইজলেম তারেকির সাথে আলোচনা করবেন। স্বাস্থ্যমন্ত্রী স্পেন এবং গবেষণা মন্ত্রী আঞ্জা কার্লিকিজেকও তাতে অংশ নেবেন।

ইউ দ্বারা এই ভ্যাকসিন অনুমোদনের পরে, জার্মানির ভ্যাকসিন ব্যাচগুলি ফেডারেল সরকারের পল এহরলিক ইনস্টিটিউটও পরীক্ষা করবে।

গতকাল বুধবার ফরাসী প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স বলেছেন যে ফ্রান্স “ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে” “যদি সমস্ত ধাপ গুলো সম্পন্ন হয় ” তাহলে ভ্যাকসিন দেয়া শুরু করতে পারবে । এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন বলেছিলেন যে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন অনুমোদনের পরে সমস্ত ব্লকের দেশগুলি একই দিনে ভ্যাকসিন দেয়া শুরু করতে পারবে।