আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর তালিকায় ২৩ নম্বরে এগিয়ে আসবে। শেখ হাসিনা ক্ষমতায় আসতে না পারলে অর্জিত এ সম্মান আমরা হারিয়ে ফেলবো। বাংলাদেশ এখন স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তাই দেশকে আরো এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতা আনতে হবে। আগে সকালে ঘরের দরজা খুললে ভিক্ষুকের দেখা মিলত। এখন আর ভিক্ষুকের দেখা মেলে না। আগামী একুশ সালে দেশে কোন ভিক্ষুক থাকবে না।
আজ শুক্রবার রাজৈর উপজেলা সদরে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পাকিস্তানিদের প্রেতাত্মাদের মোকাবেলা করতে হবে আজকের প্রজন্ম, আজকের এ গুণী সমাজকেই। যুুব সমাজকে উদ্দেশ করে মন্ত্রী আরো বলেন, আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, তোমাদেরকে দেশ এগিয়ে নিতে হবে এবং আগামীতে দেশ উন্নত দেশে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এ কারণে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে একযোগে নৌকার জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের উন্নয়ন হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাজৈর পৌরসভার মেয়র শামিম নেওয়াজ মুন্সীর সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, এএসপি সার্কেল আনোয়ার হোসেন ভুঞা, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোশারেফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতিালেব মিয়া প্রমুখ। শেষে নৌমন্ত্রী প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কাকার তুলে দেন।