বাংলাদেশ ব্যাংকের ( বিবি) গর্ভনর ফজলে কবির ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশের মর্যাদায় নিয়ে যেতে যত শিগগির সম্ভব প্রবৃদ্ধি হার ৮ শতাংশের ওপরে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, আমরা ২০১৭-২০১৮ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৪ শতাংশ নির্ধারন করেছি। তিনি আজ রাজধানীর বিবি প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিবি এবং ইকনোমিক রিপোর্টার ফোরাম যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

বিবি গর্ভনর সচিবালয়ের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ফজলে কবির বলেন, কেন্দ্রীয় ব্যাংক দেশে একটি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদেকে বিবি’র সহায়তার উল্লেখ করে ফজলে কবির বলেন, বিদেশি কোম্পানিগুলো এখন এজেন্টের মাধ্যমে ব্যবসা করতে পারছে এবং কোন অনুমতি ছাড়াই প্রতিনিধি অফিসের শাখা খুলছে।

বিবি গর্ভনর বিনিয়োগ অনুকুল অর্থনৈতিক রিপোর্ট করতে এবং জনগণকে সঠিক তথ্য দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিবি’র ডেপুটি গর্ভনর এসএম মনিরুজ্জামানও বক্তব্য রাখেন।