২০১৩ সালে ৩০০ কোটি ইয়াহু অ্যাকাউন্টই হ্যাকিংয়ের শিকার হয়েছিল

0
304
২০১৩ সালে ৩০০ কোটি ইয়াহু অ্যাকাউন্টই হ্যাকিংয়ের শিকার হয়েছিল
২০১৩ সালে ৩০০ কোটি ইয়াহু অ্যাকাউন্টই হ্যাকিংয়ের শিকার হয়েছিল

১০০ কোটি নয়, পুরো ৩০০ কোটি ইয়াহু অ্যাকাউন্টই হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে স্বীকার করেছে ইয়াহু। ২০১৩ সালে ইয়াহু ব্যবহারকারীদের ওপর এ সাইবার হামলা চালিয়ে তাদের অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য চুরি করে হ্যাকাররা।

গত বছর ইয়াহু জানিয়েছিল, মোট ব্যবহারকারীর এক-তৃতীয়াংশ বা ১০০ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। চলতি বছর ভেরাইজন কমিউনিকেশনস ইয়াহুকে কিনে নেওয়ার পর বিষয়টি নিয়ে আবারও তদন্ত হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সব ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি স্বীকার করে ইয়াহু। প্রতিষ্ঠানটি জানায়, ইতিহাসের বড় ধরনের এই হামলায় তাদের সব ব্যবহারকারীর অ্যাকাউন্টই আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, নতুন করে সব ব্যবহারকারীকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের জন্য বার্তাও পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।