১৫৭ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত

0
522
১৫৭ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত

১৫৭ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশে পাড়ি দিচ্ছিলো। পথিমধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।

ধারণা করা হচ্ছে, বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন বিমান ক্রু ছিলেন।

বিমান সংস্থার একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় রবিবার ৮ টা ৪৪ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে।

সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বোয়িং ৭৩৭ বিমানটির বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওই মুখপাত্র বলেছেন, ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।