বিশ্বের মোট স্মার্টফোন বাজারের ৮৭.৭ শতাংশই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের দখলে রয়েছে। অন্যদিকে আইওএস অপারেটিং সিস্টেমের দখলে রয়েছে মাত্র ১২.১ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে সারা বিশ্বে বিক্রি হওয়া স্মার্টফোনের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে গার্টনার। বাজার গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য মতে, গেল প্রান্তিকে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি প্রায় ৩৬ কোটি ৬২ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে, যা আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় প্রায় ৬.৭ শতাংশ বেশি। ভারত, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় স্মার্টফোন বিক্রি বৃদ্ধি পাওয়ার কারণেই স্মার্টফোনের বিক্রি বাড়ছে। উল্লেখ্য, সোমবার আনুষ্ঠানিকভাবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘ওরিও’ উন্মুক্ত করেছে গুগল। শিগগিরই বাজারে আসতে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনে সংস্করণটি ব্যবহারের সুযোগ মিলবে। বেশ কিছু নতুন ফিচার যুক্ত করায় অ্যানড্রয়েডে চলা ডিভাইসের চাহিদা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।