Home আজকের গরম খবর সৌদি বিমান রুখতে ইয়েমেনিদের নিজস্ব ক্ষেপণাস্ত্রব্যবস্থা

সৌদি বিমান রুখতে ইয়েমেনিদের নিজস্ব ক্ষেপণাস্ত্রব্যবস্থা

0
সৌদি বিমান রুখতে ইয়েমেনিদের নিজস্ব ক্ষেপণাস্ত্রব্যবস্থা
সৌদি বিমান রুখতে ইয়েমেনিদের নিজস্ব ক্ষেপণাস্ত্রব্যবস্থা

সৌদি আরবের বিমান আগ্রাসন থেকে রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশের আবাসিক এলাকা রক্ষার জন্য নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইয়েমেন।

দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানায়, আনসারুল্লাহ সমর্থিত বিমানবাহিনী সৌদি আরবের জঙ্গিবিমান ভূপাতিত করার জন্য এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে।

গত সোমবার নতুন এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের দুই ইঞ্জিনের একটি এফ-১৫ জঙ্গিবিমান ভূপাতিত করা হয়। এ বিমান সব রকমের পরিস্থিতি মোকাবেলা করে আকাশে উড়তে পারে।

ইয়েমেনের সাদাপ্রদেশে সৌদি আরবের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার অল্পসময়ের মধ্যে নতুন করে এফ-১৫ বিমান ভূপাতিত করা হয়।

ইয়েমেনের বিমানবাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার মেজর জেনারেল ইব্রাহিম আশ-শামি যোদ্ধাদের এসব সফলতার প্রশংসা করেছেন।