২০১৭ সালে ৭ম সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সেরা চিত্রনাট্য পুরস্কার জিতেছিলো। আর এবার ৮ম আসরেও থাকছে তার পরিচালিত ‘হালদা’ ছবিটি। এবারের উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবের মূল প্রতিযোগিতার ফিচার বিভাগে ‘হালদা’র পাশাপাশি অংশ নেবে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ ছবিটি।
শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮। ৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ২২ মে। চলবে ২৭ মে পর্যন্ত।
এছাড়া মাষ্টার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’। স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রদর্শিত হবে ‘কালো মেঘের ভেলায়’ ও ‘দাগ’।
উৎসবে কলম্বোতে অবস্থিত সার্ক কালচারাল সেন্টারের ডকুমেন্টেশন কর্মকর্তা মাহিন্দা সুমন সেরা চলচ্চিত্রগুলোর বিষয়ে তথ্য দিয়েছেন বাংলাদেশী চলচ্চিত্রসমূহ প্রদানে সহায়তা ও যোগাযোগ সমন্বয়ক মনজুরুল ইসলাম মেঘকে।