বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’
শনিবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনষ্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)এর পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত ‘এনার্জি সিনারিও এন্ড প্রোসপেক্ট এন্ড পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, এ লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানী শক্তি ও খনিজ সম্পদের ব্যবহার উলেখ্যযোগ্য ভূমিকা রাখবে।
তিনি বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গোপসাগর এলাকায় নতুন সমুদ্র সীমানা নির্ধারণ করা হয়েছে। এ এলাকায় প্রাকৃতিক গ্যাসসহ নানা খনিজ সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের পেট্রোলিয়াম ও মাইনিং প্রকৌশলীগণ তাঁদের যথাযথ জ্ঞান ও মেধা প্রয়োগের মাধ্যমে এ সম্পদকে জ্বালানী খাতে ব্যবহার করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।