Home আজকের গরম খবর সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা

সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা

0
সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা
সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। সোনার বাংলা প্রতিষ্ঠা করা। সরকার সেই লক্ষে কাজ করছে। তাই প্রত্যেক বাবা-মাকে তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।

আজ শনিবার সকালে মাদারীপুরে সরকারি ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযদ্ধের সময় যারা মানুষ হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের সবার বিচার হয়েছে। তেমনি ২০১৪-১৫ সালে যারা আন্দোলনের নামে গণহত্যা চালিয়েছে তাদের সবার বিচার কাজ শুরু হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সরকারি ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান প্রমুখ।