শীতার্ত মানুষের জন্য দেশব্যাপী ২৭ লাখ কম্বল প্রেরণ -মায়া

0
458
শীতার্ত মানুষের জন্য দেশব্যাপী ২৭ লাখ কম্বল প্রেরণ -মায়া
শীতার্ত মানুষের জন্য দেশব্যাপী ২৭ লাখ কম্বল প্রেরণ -মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বলেছেন, শীতার্ত মানুষের জন্য দেশব্যাপী ২৭ লাখ কম্বল প্রেরণ করা হয়েছে। বেশীরভাগ কম্বল উত্তরাঞ্চলে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণভাণ্ডারর থেকে ১৮ লাখ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রী আজ তার সংসদীয় এলাকা মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, কিছু রাজনীতিবিদ শীতে মানুষের পাশে না দাঁড়িয়ে সারাক্ষণ ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন। তাদেরকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ক্ষমতার লোভ পরিহার করে শীতে কাতর মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।

মায়া চৌধুরী বলেন, গরীব মানুষ যাতে কোনভাবেই শীতে কষ্ট না পায় এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কোনো এলাকায় এখনো কম্বল বিতরণ শেষ না হলে দ্রুত সব কম্বল বিতরণের জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ১৪ হাজার কম্বল বিতরণ করা হয়। এর মধ্যে মহিলা নেতৃবৃন্দের মাধ্যমে ২৫০০ কম্বল বিতরণ করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ গিয়াস, সেক্রেটারি বিএইচ কবির, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু এবং উপজেলা সেক্রেটারি এম এ কুদ্দুসসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।