শব্দসহ ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হবে ইনস্টাগ্রামে
শব্দসহ ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হবে ইনস্টাগ্রামে

বন্ধুদের বিনিময় করা ভিডিওগুলো অডিওসহ স্বয়ংক্রিয়ভাবে চালু করবে ইনস্টাগ্রাম। অর্থাৎ বন্ধুদের বিনিময় করা ভিডিওগুলোতে ক্লিক না করলেও সেগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং শব্দও শোনা যাবে। এত দিন ছবি ও ভিডিও বিনিময়ের অ্যাপটিতে অডিও ছাড়া স্বয়ংক্রিয়ভাবে ভিডিও দেখার সুযোগ মিলত। ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ভিডিওর অডিও অপশনে ক্লিক করে শব্দ শোনার সুযোগ পেতেন। ইনস্টাগ্রামের হালনাগাদ সংস্করণে এ সুযোগ মিলবে। নতুন এ সংস্করণে প্রাথমিকভাবে আগের মতোই অডিও ছাড়া স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হবে। কিন্তু যখনই ব্যবহারকারীরা ভিডিওগুলোর অডিও অপশনে ক্লিক করবেন তখন থেকে পরবর্তী ভিডিওগুলোর সঙ্গে অডিওও চালু হবে। এটি বন্ধেরও কোনো সুযোগ নেই। শুধু অ্যাপটি বন্ধ করলেই এ থেকে মুক্তি মিলবে। পুনরায় অ্যাপ চালু করে আবারও অডিওবিহীন ভিডিও দেখা যাবে। নতুন এ পরিবর্তন ব্যবহারকারীদের বেশ ঝামেলাই ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট