লন্ডনে ছেলের সঙ্গে শপিংমলে খালেদা জিয়া
লন্ডনে ছেলের সঙ্গে শপিংমলে খালেদা জিয়া

লন্ডনে যাওয়ার পর ছেলের সঙ্গে শপিংমলে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশে তিনি লন্ডনে যাওয়ার পর এতোদিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন। প্রায় ৩ সপ্তাহ পর বাংলাদেশ স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাতে বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ জোবায়দা রহমানের সঙ্গে শপিংমলে যান তিনি।

আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সেই ছবিতে দেখা যায়, শপিংমলে তারেক রহমান একটি পণ্যের বিষয়ে মাকে কিছু একটা বলছেন। খালেদা জিয়াও সেই পণ্যটি বেশ গুরুত্ব সহকারে দেখছেন। আর তাদের পাশেই দাঁড়িয়ে পণ্যটি দেখছেন তারেকের স্ত্রী জোবায়দা রহমানও।

বিএনপি নেতারা জানান, লন্ডন যাওয়ার পর থেকে বেশিরভাগ সময় তারেক রহমানের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া।

সূত্র মতে, লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া কোনো সমাবেশে অংশ না নিলেও ফাঁকে ফাঁকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তাও অনেকটা গোপনীয়তা অবলম্বন করেই। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল বলে জানা গেছে।

এও জানা গেছে, আসন্ন ঈদুল আযহার পর তিনি দেশে ফিরে আসবেন।