Home আজকের গরম খবর রাষ্ট্রীয় পদে নওয়াজ শরিফ আজীবনের জন্য অযোগ্য

রাষ্ট্রীয় পদে নওয়াজ শরিফ আজীবনের জন্য অযোগ্য

0
রাষ্ট্রীয় পদে নওয়াজ শরিফ আজীবনের জন্য অযোগ্য
দুর্নীতির দায়ে ক্ষমতা হারানো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম।
শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেয়। পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় পাকিস্তানের হাইকোর্ট সংবিধানের ৬২ ধারা অনুযায়ী নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। ওই রায়ের পর পদত্যাগ করেন নওয়াজ।
পাকিস্তান সংবিধানের ধারা ৬২(১) অনুযায়ী, দেশটির পার্লামেন্ট সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো ব্যক্তিকে  সৎ ও ন্যায়নিষ্ঠ হতে হবে। শুক্রবারের এই রায়ের ফলে নওয়াজ শরীফ আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না।