Home আজকের গরম খবর রাষ্ট্রপতি পদে ফের আবদুল হামিদ

রাষ্ট্রপতি পদে ফের আবদুল হামিদ

0
রাষ্ট্রপতি পদে ফের আবদুল হামিদ
রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আবদুল হামিদ

রাষ্ট্রপতি পদে ফের আবদুল হামিদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সভায় সর্বসম্মতিক্রমে মাননীয় রাষ্ট্রপতিকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় কোনো প্রার্থীর নাম আসেনি।

এর আগে গত ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সিইসি জানান, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের সময় ৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।