রবিবার পর্যন্ত হজ ভিসার আবেদনের সময় বৃদ্ধি
রবিবার পর্যন্ত হজ ভিসার আবেদনের সময় বৃদ্ধি

সৌদি দূতাবাস রবিবার পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণের সময় বৃদ্ধি করেছে।

হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম আজ শুক্রবার বলেন, ‘সৌদি দূতাবাস রবিবার পর্যন্ত আমাদের ভিসা গ্রহণের সময় বৃদ্ধি করেছে’।

গতকাল ১৭ আগস্ট ছিল ভিসা আবেদন জমা দেয়ার শেষ দিন। কিন্তু ওই শেষ সময় পর্যন্ত ৫ হাজার হজযাত্রীর ভিসার আবেদন করা হয়নি।

সাইফুল ইসলাম জানান, ‘আজ আমরা অনেক আবেদন পেয়েছি। আগামীকালের মধ্যে অধিকাংশ আবেদন জমা দেয়া সম্ভব হবে’ ।

তিনি বলেন, এর আগে ধর্ম মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের কাছে সোমবার পর্যন্ত ভিসার আবেদনের সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানায়। এ পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর মধ্যে ১ লাখ ২২ হাজার ৯৭৩ জন ভিসা পেয়েছেন। এর মধ্যে ৭৩ হাজার ৪৫ জন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিমান বাংলাদেশ ২৬ আগস্ট এবং সৌদি এয়ারলাইন্স ২৭ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করবে।