Home আজকের গরম খবর যুক্তরাষ্ট্রের কারণেই আফরিনে হামলা করছে তুরস্ক: রাশিয়া

যুক্তরাষ্ট্রের কারণেই আফরিনে হামলা করছে তুরস্ক: রাশিয়া

0
যুক্তরাষ্ট্রের কারণেই আফরিনে হামলা করছে তুরস্ক: রাশিয়া
যুক্তরাষ্ট্রের কারণেই আফরিনে হামলা করছে তুরস্ক: রাশিয়া

সিরিয়ায় যুক্তরাষ্ট্র তাদের মদদপুষ্ট গেরিলাদের অনিয়ন্ত্রিতভাবে অস্ত্র সরবরাহের কারণে এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সে কারণেই তুরস্ক আফরিনে হামলা করতে উৎসাহিত হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ এই হামলার জন্য মূলত যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে।

কুর্দি-অধ্যুষিত আফরিন এলাকায় তুরস্ক বিমান ও স্থল হামলা শুরুর পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিবৃতি দেয়া হলো।

আফরিন এলাকা থেকে মার্কিন সমর্থিত কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির গেরিলাদের বিতাড়িত করার জন্য তুরস্ক এ হামলা শুরু করেছে।

ওয়াইপিজির গেরিলাদের তুরস্ক সন্ত্রাসী মনে করে এবং দীর্ঘদিন ধরে তুর্কি সরকার বলে আসছে, ওয়াইপিজি হচ্ছে কার্যত তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি গেরিলা সংগঠন পিকেকের সিরিয়া শাখা।

রুশ মন্ত্রণালয় আরো বলেছে, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডত্ব ও সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং সশস্ত্র অস্ত্রধারীদের প্রতি সমর্থন দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটিতে কুর্দিদের নিয়ে সীমান্তরক্ষী বাহিনী গঠনসহ আরো কিছু উসকানিমূলক তৎপরতার কারণে তুরস্ক চরম নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।