৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য আনা হয়েছে ফেসবুকের মেসেঞ্জার অ্যাপের সংস্করণ মেসেঞ্জার কিডস।

এবার এ মেসেঞ্জারটিতে বাবা-মায়ের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ দিতে নতুন ফিচার আনা হয়েছে। শুক্রবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বাবা-মায়েরা এখন চাইলে এ অ্যাপে ‘স্লিপ মোড’ চালু করতে পারবেন। এ মোড শিশুদের নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাপটি ব্যবহার করতে দেবে না।

এক্ষেত্রে মা-বাবা তাদের সন্তানদের ঘুম, খাওয়া বা পড়াশোনার সময় নির্দিষ্ট করে দিয়ে এ মোড চালু করে রাখতে পারবেন, এমনটাই বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।

মেসেঞ্জার কিডস ইতিমধ্যে মা-বাবাদের তাদের সন্তানদের মেসেজ দেখতে ও তাদের কনটাক্ট লিস্ট নিয়ন্ত্রণের সুযোগ দেয়। কিন্তু ফেসবুকের পণ্য ব্যবস্থাপক তারুণ্যিয়া গোভিন্দারাজান এক ব্লগ পোস্টে জানান, মা-বাবারা আরও বেশি নিয়ন্ত্রণ চেয়েছেন।

এ অ্যাপ শিশুদের শুধু মেসেজ, ছবি আর ভিডিও পাঠানোর সুযোগ দেয়। সাধারণ ফেসবুক অ্যাকাউন্টের মেসেঞ্জার অ্যাপের মতো এ সংস্করণে বেশি ফিচার নেই। মেসেঞ্জার কিডস-এ না থাকা ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউজ ফিড, ‘লাইক’ বাটন আর বিজ্ঞাপন।

২০১৭ সালের ডিসেম্বরে ফেসবুক এ অ্যাপ উন্মোচন করে। উন্মোচনের পর স্বাস্থ্য বিশেষজ্ঞ আর শিশু অধিকার কর্মীদের সমালোচনার মুখে পড়ে এটি। তারা এ অ্যাপকে পুরোপুরি বন্ধ করে দেয়ার আহ্বান জানান।