ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত স্থাপনার একটি প্যারিসে মধ্যযুগীয় নটরডাম ক্যাথেড্রাল সোমবার আগুনে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এতে করে ফ্রান্সজুড়ে শোকের ছায়া পড়েছে। ৮৫০ বছরের প্রাচীন ভবনটি পুরোপুরি তৈরি করতে সময় লেগেছিল দুইশ বছর।
নটরডাম ক্যাথেড্রাল অগ্নিকাণ্ডকে ভয়াবহ ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দেশটির অনেককে প্রকাশ্যে কাঁদতে দেখা যায়। এছাড়া কেউবা প্রার্থনা করছিলেন এবং রাজধানীর অনেক গির্জায় বেল বাজাতে শোনা যায়।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘটনাস্থলে পৌঁছে সকল ক্যাথলিক এবং ফরাসি নাগরিকের জন্য তার সমবেদনার কথা জানান।
তিনি বলেন, ‘আমাদের এই অংশটি পুড়তে দেখে আমার দেশের আর সবার মত আমিও আজকের রাতে অত্যন্ত ব্যথিত।’

ক্লায়ার (১৫) নামের একজন আল-জাজিরাকে কাঁদতে কাঁদতে বলেন, নটরডাম ক্যাথেড্রাল প্যারিসের হৃদয়। এবং অগ্নিকাণ্ডের খবর শোনার সঙ্গে সঙ্গেই আমি এখানে আসি, এসে দেখলাম আগুনে তা অদৃশ্য হয়ে গেল।

তিমুথি মেউরেট নামের আরেক জন প্রত্যক্ষদর্শী বলেন, এমন ঘটনায় চারিদিকে শোকের মাতম চলছে। চারিদিক এখন চুপচাপ আর অনেকের চোখে পানি ঝরছে।
এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই, মেরি মাহিউ নামে আরেক জন বলেন।
নটরডাম ক্যাথেড্রাল অগ্নিকাণ্ডের ঘটনায় তৎক্ষণাৎ বিশ্বনেতারা প্রতিক্রিয়া জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে আগুন নেভানো যেতে পারে তার পরামর্শ দেন।
জার্মান চ্যাঞ্চেলর এঙ্গেলা মার্কেল ও ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ফ্রান্সের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তথ্য সূত্র: বিবিসি, রয়টার্স, আল-জাজিরা।