Home আজকের গরম খবর ব্রেক্সিট নাকচ করে দিলেন ব্রিটিশ এমপিরা

ব্রেক্সিট নাকচ করে দিলেন ব্রিটিশ এমপিরা

0
ব্রেক্সিট নাকচ করে দিলেন ব্রিটিশ এমপিরা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত প্রস্তাব বা ব্রেক্সিট  নাকচ করে দিয়েছেন ব্রিটিশ এমপিরা। কোনো রকম চুক্তি ছাড়াই ওই প্রস্তাব নাকচ হয়ে গেছে। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পার্লামেন্টে ওই ভোটাভুটিতে ৩১২ জন এমপি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। আর পক্ষে ভোট দিয়েছেন ৩০৮ জন এমপি।

এই ভোটাভুটির ফলে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার জন্য আরো সময় নেয়া হবে কিনা, সে বিষয়ে বৃহস্পতিবার আরেকটি ভোট হতে পারে।

আসন্ন ভোটাভুটিতে ব্রিটিশ এমপিরা প্রস্তাবের পক্ষে ভোট দিলে তবে আগের পরিকল্পনা অনুযায়ী ২৯ মার্চের মধ্যে আর ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে হবে না।

সূত্র : বিবিসি