ব্রিটেনে অবৈধদের জন্য আসতে পারে সাধারণ ক্ষমা

0
522

আবারো অবৈধ অভিবাসীদের ক্ষমা করে দিতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এর আগে লন্ডনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় যুক্তরাজ্যে অবস্থানরত অবৈধদের জন্য সাধারণ ক্ষমার  আহ্বান জানিয়েছিলেন তিনি।

উইন্ডরাশ জেনারেশনের প্রতি সরকারের সাধারণ ক্ষমা  ঘোষণার পর অন্যান্য অবৈধদেরও সমান সুযোগের আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘শুধু উইন্ডরাশ জেনারেশন নয়, প্রায় এক দশকের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবৈধভাবে বসবাসরত অন্যান্য অভিবাসী যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ নেই, তাদেরকে উইন্ডরাশ জেনারেশনের মতো সাধারণ ক্ষমা বা সরকারের ‘অ্যামনেস্টি’র আওতায় আনা উচিত। ‘

এর আগে সোমবার ১৯৭৩ সালের আগে যুক্তরাজ্যে আসা কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকদের কোনো ডকুমেন্ট ছাড়াই শুধুমাত্র ন্যূনতম ফি-এর বিনিময়ে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এম্বার রাড। তার এই ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত নয় এমন অবৈধ, যারা ১০ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন তাদেরকে উইন্ডরাশ জেনারেশনের মতো ক্ষমার আওতায় নিয়ে আসা উচিত।

অন্যদিকে, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ডায়ান অ্যাবোটও স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে বলেন, যুক্তরাজ্যে আরো হাজার হাজার অভিবাসী রয়েছে যারা উইন্ডরাশ জেনারেশনের মতো একই সমস্যা মোকাবেলা করছেন। তাদের কথাও স্মরণ রাখতে সরকারের প্রতি আহ্বান জানান লেবার এমপি ডায়ান অ্যাবোট।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমনওয়েলথভুক্ত ক্যারিবিয়ান দেশগুলো থেকে আসা উইন্ডরাশ জেনারেশনের ল্যান্ডিং কার্ড ধ্বংসের অভিযোগে সমালোচনার মুখে পড়েছিল সরকার। এ জন্য উইন্ডরাশ জেনারেশনের কাছে ক্ষমাও চাইতে হয়েছে প্রধানমন্ত্রী তেরেসা মে’কে।

উইন্ডরাশ জেনারেশন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ক্যারিবীয় দেশসমূহ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে আসে ব্রিটেনে, এদের পরবর্তী প্রজন্ম যাদের ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা।

কিন্তু অনেকের কাছেই তার পূর্ব পুরুষের ব্রিটেনে আসার প্রমাণপত্র নেই। যার জন্য বহু লোককে পূর্ব পুরুষের আদি দেশে ফেরত পাঠানো হয়েছে।