ব্যবহারকারীর অজান্তে তাদের কাছে আসা সর্বশেষ বার্তার উত্তর নিজেই পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ। এমনকি ব্যবহারকারী উত্তর দিলেও পরে স্বয়ংক্রিয়ভাবে নতুন বার্তা পাঠাচ্ছে। মেসেঞ্জার অ্যাপটির বার্তা বিনিময় পদ্ধতির কারিগরি ত্রুটির কারণেই এমনটি ঘটছে। তবে সব ব্যবহারকারী নয়, শুধু অ্যাপটির নতুন পরীক্ষামূলক সংস্করণ পরখ করা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্যবহারকারীদের দ্রুত বার্তা বিনিময়ের সুযোগ দিতে সম্প্রতি ‘রিপ্লাই’ ফিচার হালনাগাদ করেছে হোয়াটসঅ্যাপ। ধারণা করা হচ্ছে, ফিচারটির কারিগরি ত্রুটির কারণেই ব্যবহারকারীদের কাছে আসা বার্তার সহায়ক উত্তর স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। গত মাসে কারিগরি ত্রুটির কারণে একজনের পাঠানো বার্তার ইতিহাস অন্যজন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছিল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট