বিদেশে ভালো চিকিৎসা হলে বাংলাদেশেও ভালো চিকিৎসা সম্ভব- প্রধানমন্ত্রী

0
243

সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউটে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

চিকিৎসা সেবার মান ও বেসরকারি মেডিকেল কলেজের কারিকুলামের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বিদেশে ভালো চিকিৎসা হলে বাংলাদেশেও ভালো চিকিৎসা সম্ভব।

এজন্য মেডিকেল শিক্ষার মান বাড়াতে হবে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় নিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকরি হাসাপাতালে চিকিৎসা ব্যয় সবার নাগালের মধ্যে রাখার আহ্বান জানান।