বিচারবিভাগ আর নির্বাহী বিভাগ থেকে পৃথক থাকলো না: মওদুদ
বিচারবিভাগ আর নির্বাহী বিভাগ থেকে পৃথক থাকলো না: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির যে শৃঙ্খলাবিধি সরকার তৈরি করছে তা সম্পূর্ণ আত্মঘাতী, অর্থহীন এবং অসাংবিধানিক। এটা মাজদার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃথকীকরণ করা সম্পর্কে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তার সম্পূর্ণ পরিপন্থী।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব হল রুমে ‘মহান বিজয় দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মওদুদ বলেন, এ শৃঙ্খলাবিধির মাধ্যমে নিম্নআদালতের বিচারকগণ সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। সুতরাং এখন আর বলা যাবে না যে, বিচারবিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক একটি প্রতিষ্ঠান। এই শৃঙ্খলাবিধি সংবিধানের ২২ অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থী। অর্থাৎ এই শৃঙ্খলাবিধি একটি অসাংবিধানিক বিধিমালা।
আয়োজক সংগঠন অপরাজেয় বাংলাদেশ এর আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্যে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, কেন্দ্রীয় নেতা আবুল কামাল আজাদ, মিলন মেহেদী, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।