বিকেল সাড়ে ৫টা পর্যন্ত  ১ হাজার ১৯৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বিএনপির

0
339

মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই ব্যাপক সাড়া পেয়েছে বিএনপি। আজ সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত  ১ হাজার ১৯৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে, অঞ্চলভিত্তিক পৃথক বুথে মনোনয়ন ফরম দেয়া হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত রংপুর অঞ্চলে ৪৬টি, রাজশাহীতে ১১১, বরিশালে ৬৮, খুলনায় ১১৯, সিলেটে ৪৬, চট্টগ্রামে ৮৮, কুমিল্লায় ৫০ এবং ঢাকা-ময়মনসিংহ অঞ্চলে ৬৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

প্রথম দিন চাপ থাকায় রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একইভাবে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

আগামী ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। তবে জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।