Home আজকের গরম খবর বিএনপির মনোনয়নের প্রথম চিঠি মুজিবরের হাতে

বিএনপির মনোনয়নের প্রথম চিঠি মুজিবরের হাতে

0
বিএনপির মনোনয়নের প্রথম চিঠি মুজিবরের হাতে
বিএনপির মনোনয়নের প্রথম চিঠি মুজিবরের হাতে

বরিশাল-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার। আজ সোমবার বেলা পৌনে তিনটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি নিয়ে বের হন সরোয়ার।

বিএনপি আজ বিকেল থেকে মনোনয়নের চিঠি দেওয়ার কথা জানালেও সরোয়ার আগেই চিঠিটি নিয়ে বের হন। তিনি আজই বরিশালের উদ্দেশে রওনা হবেন। কাল তিনি নিজ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর।

এদিকে আজ সকাল থেকে গুলশান কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করেছেন। পরে তাদের জানানো হয় বিকেল ৪টা থেকে মনোনয়নপত্র দেওয়া হবে।