বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন

0
455

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন দেশের বিনোদনজগতের পরিচিত মুখ কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তিনি নিলফামারী-৪ আসনে প্রার্থী চান।

আজ সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর প্রথম দিনই তিনি ফরম সংগ্রহ করেন। বেবী নাজনীন বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে শিশুশিল্পী বেবী নাজনীন গান গেয়ে খ্যাতি পান।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, নীলফামারীর মানুষের জন্য আমি কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি দীর্ঘদিন এলাকায় কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস এই আসনটি ম্যাডামকে উপহার দেব।