বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান শাখার উদ্যোগে, গতকাল ফ্রাংন্ক ফুট শহরের সালবাউ গ্রীসহাইমে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে জন্য ,আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করেছেন।
এতে জার্মান প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ছিল লক্ষনীয়।
জার্মান বি এন পি’র সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাসুদ রেজার সন্চালনায়,বক্তাগণ ধানের শীষ প্রতীককে মুক্তির প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক এবং মুক্তিযাদ্ধাদের প্রতীক আখ্যায়ীত করেন ।
বক্তারা বলেন , মুক্তিযুদ্ধের চেতনার ব্যাবসা করে জাতিকে বিভক্ত করে রেখেছে এই অবৈধ সরকার । আজ সময় এসেছে ধানের শীষে ভোট দিয়ে চেতনা ব্যাবসায়ীদের রুখে দেওয়ার।
এ ধানের শীষ মাওলা আব্দুল হামিদ খান ভাসানীর হাতে বুনা, শহীদ জিয়ার রক্তেস্নাত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে লালিত, এ ধানের শীষ অপামর জনগনের সবার প্রতীক তাই এর সন্মান রক্ষাকরা সকলের দায়ীত্ব , শেখ হাসিনা কর্তৃক ছিনিয়ে নেওয়া গনতন্ত্র , ভোটাধিকার পূর্নপ্রতিষ্ঠা,বাক ব্যাক্তির স্বাধীনতা ,সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসন পূনপ্রতিষ্ঠা করার জন্যই ধানের শীষকে বিজয়ী করতে হবে ।
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগার থেকে মুক্ত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

অন্য অন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,মিজানুর রহমান ফিরুজ,মহিউদ্দিন চৌধুরী, মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চন্চল,আনিসুর রহমান শামীম,জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ,কাউসার শামীম, মন্জু সরকার,সেলিম রেজা,দেলোয়ার হোসেন ঝন্টু,আসিফ ইকবাল ভূঁইয়া, নিয়াজ হাবিব,আলী বাবু,রিয়াদ খন্দকার, নিজাম উদ্দিন প্রমূখ।