গতকাল ২৮ই এপ্রিল ফ্রাঙ্কফুর্টে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত হয়ে গেল বৈশাখী আড্ডা। বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী জার্মানি প্রবাসীদের সবচেয়ে পুরনো সাংস্কৃতিক সংগঠন।সেই ১৯৯৭ সাল থেকে বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতি জার্মান প্রবাসে ধরে রাখার প্রচেস্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই বৈশাখী আড্ডা ১৪২৫ এর আয়োজন।
অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিল নন্দিত জাদুশিল্পী শাহিন শাহ , পপ গায়িকা সেঁজুতি , কমিডি কুইন ফারজানা শশী এবং জার্মান স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশনা করেন এস এম লুতফর , এনামুল হক , শিরিন আলম, আব্দুল মুনিম , তাহমিনা ফেরদৌসি এবং আরো অনেকে ।
বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠী জার্মান প্রবাসীদের মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজ সেবক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী CLS Computer এর কর্ণধার ও সমাজ সেবক দেওয়ান শফিকুল ইসলাম সহ বিশিষ্ট সমাজ সেবক , সাংবাদিক ও শিল্পীবৃন্দদের এওয়ার্ড প্রদান করেন । এওয়ার্ড গুলো মনোনিত গুণীজনদের হাতে তুলে দেন বাংলাদেশ সরকারের জার্মানিতে নিয়োজিত মাননীয় রাষ্ট্রদূত জনাব ইমতিয়াজ আহমেদ ।