দক্ষিণ ফ্রান্সের বন্দর নগরী মার্সেইলে এক বাস হামলায় এক নারী নিহত এবং অপর এক নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।
সূত্র জানিয়েছে, সকালের দিকে একটি ভ্যান যাত্রী ছাউনিতে প্রচণ্ড গতিতে গিয়ে আছড়ে পড়ে। রেনাল্ট মাস্টার মডেলের ভ্যান গাড়িটি চালাচ্ছিল একজন ৩৫ বছর বয়সী ব্যক্তি। পুলিশ সে ব্যক্তিকে আটক করেছে।
গাড়ি আছড়ে পড়ার পর সে আঘাতেই ঘটনাস্থলেই এক নারী মারা যায়। নিহত নারী সঙ্গে থাকা অপর নারীটি এ সময় মারাত্মক আহত হয়। নিহত নারীর বয়স ৪০।
আটককৃত চালক নেশাগ্রস্ত এবং মানসিকভাবে ভারসাম্যহীন বলে আগে থেকেই সে পুলিশের খাতায় তালিকাভুক্ত।
স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে সংঘটিত এ ঘটনায় পুলিশ এখনো অনুসন্ধান চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে যাতায়াতকারীদের সে স্থানটি এড়িয়ে চলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা কি-না সে ব্যাপারে পুলিশ এখনো সন্দেহ প্রকাশ করছে। এ কারণে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে পুলিশ কোনো মন্তব্য করেনি।
সূত্র : ইন্ডিপেন্ডেট